কোপা আমেরিকায় টানা তিন জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে আর্জেন্টিনা। গতকাল রবিবার রাতে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল মেসিবিহীন আলবিসেলেস্তে।
এই ম্যাচে মেসির পাশাপাশি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো নিয়মিত খেলোয়াড়রাও ছিলেন না। তবে তাদের অনুপস্থিতিতেও হতাশ করেনি আর্জেন্টিনা। ম্যাচের ৪৭তম মিনিটে আনহেল ডি মারিয়ার বাড়ানো পাস থেকে লাউতারো মার্টিনেজ গোল করেন। ৮৬তম মিনিটে লম্বা পাস থেকে আবারও গোল করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
এই জোড়া গোলেই কোপা আমেরিকায় নিজের গোল সংখ্যা বাড়িয়ে ৪ এ করেন লাউতারো।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলই।
৪৭তম মিনিটে আনহেল ডি মারিয়ার বাড়ানো পাস থেকে লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যান।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা চালিয়ে যায়।
৮৬তম মিনিটে লাউতারো মার্টিনেজ ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন এবং ম্যাচের ফসল নিশ্চিত করেন।
আর্জেন্টিনা ও পেরুর মধ্যে মোট ৩১ বার ফাউল হয়েছে, যা গড়ে প্রতি তিন মিনিটে একটি ফাউলের হিসাবে দাঁড়ায়।
পরের রাউন্ডে:
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলবে গ্রুপ বি-এর দ্বিতীয় স্থানধারী দলের বিপক্ষে।
মন্তব্য করার জন্য লগইন করুন!