ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর মুকুট গতকাল রবিবার জিতে নিলেন অভিনেতা করণবীর মেহরা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫০ লাখ রুপি নগদ অর্থ এবং সোনার ট্রফি। তবে ফাইনালের সবকিছু ছাপিয়ে বড় আকর্ষণ ছিল বলিউড সুপারস্টার আমির খানের উপস্থিতি।
প্রথমবারের মতো ‘বিগ বস’-এর মঞ্চে পা রাখলেন আমির খান। অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে ফিরিয়ে আনলেন নব্বইয়ের দশকের নস্টালজিক মুহূর্ত। দর্শকদের জন্য ছিল এটি এক দারুণ চমক।
জুনাইদের সিনেমা ‘লাভইয়াপা’র প্রচারে মঞ্চে আমির
মঞ্চে আসার পেছনে ছিল একটি বিশেষ কারণ। আমির এসেছিলেন তাঁর ছেলে জুনাইদ খানের আসন্ন সিনেমা ‘লাভইয়াপা’র প্রচারে। জুনাইদের সঙ্গে সিনেমার সহ-অভিনেত্রী খুশি কাপুরও ছিলেন মঞ্চে। সালমান এবং আমিরকে একসঙ্গে দেখে দর্শকরা যেন ফিরে গেলেন ১৯৯৪ সালের সেই দিনগুলোতে, যখন মুক্তি পেয়েছিল তাঁদের আইকনিক সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’।
৩১ বছর পর ফিরে এলো ‘আন্দাজ আপনা আপনা’-এর স্মৃতি
‘আন্দাজ আপনা আপনা’-র অন্যতম জনপ্রিয় দৃশ্য ছিল বাইকে চেপে গান গাওয়ার দৃশ্য। সেই স্মৃতিকে ফিরিয়ে আনতে ‘বিগ বস’-এর মঞ্চে সালমান খানের বাইকে চড়লেন আমির খান। আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে’।
দর্শকরা আমির ও সালমানের এই মুহূর্ত দেখে উচ্ছ্বাসে ভেসেছেন। ৩১ বছর পর মঞ্চে একসঙ্গে দুই বলিউড কিংবদন্তি যেন তাঁদের পুরোনো জাদু ফিরিয়ে আনলেন।
‘লাভইয়াপা’ সিনেমা ও তারকারা
আমির খানের ছেলে জুনাইদ খান এবং শ্রীদেবীর কন্যা খুশি কাপুর অভিনীত ‘লাভইয়াপা’ সিনেমা পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। প্রযোজনা করছে এজিএস এন্টারটেইনমেন্ট এবং ফ্যান্টম স্টুডিও। সিনেমায় আরও দেখা যাবে অভিনেতা আশুতোষ রানাকে।
আমিরের মজার মন্তব্য
ফাইনালের একটি মজার মুহূর্তে আমির খান বলেন, “আমি খুব রোমান্টিক, আমার দুই সাবেক স্ত্রীকে জিজ্ঞেস করতে পারেন।” তাঁর এই মন্তব্যেও হাসির রোল পড়ে যায় মঞ্চে।
মন্তব্য করার জন্য লগইন করুন!