BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দেখতে দেখতে কেটে গেছে ২৫ বছর। ২০০০ সালের ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘কাহো না... পেয়ার হ্যায়’। রাকেশ রোশনের পরিচালনায় এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় হৃতিক রোশনের। চলতি বছরে ছবিটির ২৫ বছর পূর্তি হচ্ছে। একইসঙ্গে হৃতিক রোশনের ক্যারিয়ারও পা রাখছে রজতজয়ন্তীতে।এই বিশেষ উপলক্ষে হৃতিক রোশনের জন্মদিনে, ১০ জানুয়ারি, আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কাহো না... পেয়ার হ্যায়’। নিজের ক্যারিয়ারের এই মাইলফলকে পৌঁছে আবেগাপ্লুত হৃতিক।