বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি নব্বইয়ের দশকে মারপিটধর্মী চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করলেও ‘ধারকান’ সিনেমার রোমান্টিক পার্শ্বচরিত্রে তার অভিনয় দর্শকের হৃদয়ে গভীর দাগ কেটেছিল। ৬৩ বছর বয়সেও তিনি অভিনয়ে সক্রিয়, শরীরচর্চা করে নিজেকে রেখেছেন ফিট।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) তার নতুন ওয়েব সিরিজ ‘হান্টার টু’র শুটিং সেটে ঘটে গেলো দুঃখজনক এক ঘটনা।
‘হান্টার’ সিরিজের অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় একটি কাঠের আঘাত লাগে সুনীল শেঠির পাঁজরে। পিঙ্কভিলা জানায়, আঘাতটি বেশ গুরুতর ছিল। শুটিং সেটেই চিকিৎসক ও এক্সরে মেশিন এনে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে আঘাতের কারণে সুনীল শেঠি বর্তমানে ব্যথায় কাতরাচ্ছেন।
নব্বইয়ের দশকে মারপিটধর্মী সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেলেও সুনীলের চরিত্রাভিনয়, বিশেষত ‘ধারকান’ সিনেমার প্রেমাসিক্ত চরিত্রে তার অভিনয়, দর্শকদের হৃদয়ে স্থায়ী প্রভাব ফেলেছে।
লগইন
শুটিংয়ে আহত বলিউডের অ্যাকশন হিরো সুনীল শেঠি । ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!