BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে\ আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ মার্চ ২০২৫ ইং তারিখ রাত্রী- ০০.১৫ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বাকশৈল নামক এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক দল। ওই সময় মাদকদ্রব্য অ্যালকোহল'সহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার পূর্বক ২-জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতার আসামীরা হলেন, ১ মোঃ মোস্তাক আল রুবিন (৫২), পিতা- মৃত আব্দুল মতিন, সাং মাতুয়াল, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, ২/ মোঃ আব্দুস সালাম মৃধা (৩৫), পিতা- মৃত সিরাজ মৃধা, সাং- পূর্ব আলিপুরা, থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী।আসামীদ্বয়ের হেফাজত হতে জব্দকৃত দ্রব্যাদি যথাক্রমে, (ক) অ্যালকোহল (স্পিরিট)- ১৪৩৫ বোতল (১৪৩.৫ লিটার), (খ) মাইক্রোবাস- ০১ টি, (গ) লাইসেন্স/বই- ০৩ টি, (ঘ) অ্যালকোহল সেবনের পাত্র- ০২টি, (ঙ) মোবাইল ফোন- ০৩ টি, (চ) সীম কার্ড- ০৩ টি, (ছ) নগদ- ৪৯,৮০০/- (উনো পঞ্চাশ হাজার আটশো) টাকা, (জ) গাড়ীর কাগজপত্র- ০১ সেট উদ্ধার করেন।