পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিন, খাবার নিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘প্লাস্টিক বোতল দিন, খাবার নিন’ স্লোগানে নগরীতে দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন করে স্বেচ্ছাসেবী সংগঠন সেতু যুব ও সমাজকল্যান সংস্থা (এস. জে. কে. এস.)।
জাহিদা পারভীনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি মোঃ ইশতিহাদ হোসেন শিপন এর সভাপতিত্বে নগরীর সি. আর. বি. তে অনুষ্ঠান উদ্বোধন করেন সেক্টর কমান্ডার্স ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, বিশেষ অতিথি মাকমুর ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী ফয়সাল আলম জনি, মুরাদ হোসেন মুন্না, বিভিন্ন ওয়ার্ড থেকে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে পথশিশু ও দরিদ্রদের খাবার বিতরণ করে সংগঠনটি। সর্বকনিষ্ঠ সমাজ কর্মী হিসেবে মুরসালিন ফয়সাল ফাইকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বেদারুল আলম।
বক্তারা বলেন, নগরীতে প্লাস্টিক পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও পরিবেশ বাঁচাতে কর্মসূচি শুরু করেছে প্রতিষ্ঠানটি। নগরীর পথশিশুদের পাশাপাশি দরিদ্র মানুষদের সেবা ও পরিবেশবান্ধব নগর গড়তে সহযাত্রী হিসেবে নগরবাসীকে আলোর মুখ দেখাবে। এ সময় উপস্থিত ছিলেন ইমরান হাসান, সিফাত সালেকিন, আব্দুল মান্নান সোহেল, সাজ্জাদ নাওয়াল, তানভির হোসেন নয়ন, মনিশা আকতার সিমু, শুভ হাসান, শাকিল প্রমূখ
মন্তব্য করার জন্য লগইন করুন!