BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হাইকোর্টের আদেশে, নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি অবৈধ নাকি তা চার সপ্তাহের মধ্যে জানাতে হবেপরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি নাইমা হাইদার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।আদালতে দুটি রিট আবেদনের শুনানি হয়। রিট আবেদনে বলা হয়, নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি অবৈধ। কারণ, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিতে হবে। কিন্তু, বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া বাতিলের কথা বলা হয়েছে।আদালত শুনানি শেষে নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করে দেন। একইসঙ্গে, নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।