হাইকোর্টের আদেশে, নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি অবৈধ নাকি তা চার সপ্তাহের মধ্যে জানাতে হবে
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি নাইমা হাইদার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুটি রিট আবেদনের শুনানি হয়। রিট আবেদনে বলা হয়, নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি অবৈধ। কারণ, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিতে হবে। কিন্তু, বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়া বাতিলের কথা বলা হয়েছে।
আদালত শুনানি শেষে নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি স্থগিত করে দেন। একইসঙ্গে, নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।
রুলে বলা হয়েছে, নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না? রিট পিটিশনারগণ সহ যারা যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে দিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ প্রক্রিয়া কেন সম্পন্ন করা হবে না?
আদালত চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন।
রিট আবেদনকারীরা হলেন, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ মোছাম্মৎ সানজিদা, মোছাম্মৎ মাহমুদা আক্তার, মোছাম্মৎ ফেরদৌসী আক্তার, মোছাম্মৎ সুরাইয়া আক্তার, মোছাম্মৎ আফরোজা আক্তার ও মোছাম্মৎ সাবিনা আক্তার।
হাইকোর্টের আদেশের ফলে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি কার্যকর হবে না। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সম্ভাবনা বেড়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!