BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বানিয়াচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। র্যালী, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এই দিবসটি পালনের অন্তর্ভুক্ত ছিল।রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর র্যালী বের করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমীর খান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, বানিয়াচং ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, অমৃতলাল, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, তাপস হোম প্রমুখ।