হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১০ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় এসিল্যান্ড সাইফুল ইসলাম বলেন, খাল-বিল, নদী-নালা উদ্ধার করলে প্রাকৃতিক দুর্যোগ বন্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। বজ্রপাত থেকে রক্ষা পেতে সরকারের তরফ থেকে বজ্রনিরোধ দন্ড বসানো হয়েছে। পানিতে ডুবে মৃত্যু কমাতে হলে শিশুদেরকে সাঁতার শেখানোর পাশাপাশা সচেতনতা বৃদ্ধি করতে হবে। আসুন আমরা সকলে মিলে সচেতনতা বৃদ্ধি করে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা করি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাসের স ালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, ফায়ার সার্ভিস কর্মকর্তা ফারুক আহেমদ, এনজিও কারিতাস কমী মিটুনসহ অনেকে। উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন নিরোধ সম্পর্কে মহড়া দেন। এছাড়া বিভিন্ন দুর্যোগে প্রস্তুতির কৌশল সম্পর্কে অবগত করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করার জন্য লগইন করুন!