BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
‘যুদ্ধে পাঠানো হবে, জানতাম না... এখন বেঁচে থাকাটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’—এভাবেই ভয় আর অনিশ্চয়তার কথা জানান ইউক্রেনে রুশ বাহিনীর হয়ে যুদ্ধরত এক বাংলাদেশি তরুণ।দালালের প্রতিশ্রুতি ছিল ইউরোপে ভালো চাকরির। কিন্তু সেই স্বপ্নের পথ হয়ে উঠল রক্তাক্ত যুদ্ধক্ষেত্র। উত্তর মেসিডোনিয়ায় চাকরির কথা বলে দালাল তাঁকে পাঠান রাশিয়ায়। চাকরি হারানোর পর দেশে ফেরার চেষ্টা করতেই ‘ধরা পড়েন’ রুশ দালালের হাতে। কাগজপত্র কাড়ার পর চুক্তিনামায় স্বাক্ষর, এরপর বুঝতে পারেন—তাঁকে ‘বিক্রি’ করে দেওয়া হয়েছে রুশ সেনাবাহিনীতে।এই করুণ অভিজ্ঞতা শুধু একজনের নয়। প্রথম আলো’র অনুসন্ধানে উঠে এসেছে তিন তরুণের বাস্তব কাহিনি, যাঁরা এখন ইউক্রেন যুদ্ধের ভয়াল বাস্তবতায় বন্দুক হাতে বেঁচে থাকার লড়াই করছেন।