BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হোমিওপ্যাথিক চিকিৎসায় বর্তমানে প্রায় চার হাজারের মত ওষুধ আছে। ব্যাপক অর্থে বলা যায় এরা সবাই কম বেশী এন্টিসোরিক। সর্ব প্রধান এন্টি-সোরিক বা এন্টি-সোরিক ওষুধের রাজা হচ্ছে সালফার। রাজার কথা আমরা আগে শুনেছি, আজকে আমি এন্টি-সোরিক রানীর গল্প শোনাব। রাজাকে দিয়ে যে কাজ সমাধান হয়না, অনেক সময় রানীকে দিয়ে তা অনায়াসে সমাধান করা যায়। রাজার কাজ তরবারি উঁচু করে বিদ্রোহী সোরাকে দমন করা। রাজা যে বিদ্রোহ দমনে ব্যর্থ হন সেখানে ডাক পড়ে রানীর। রানীর আবার বিশেষ সুবিধা এই যে, মহাপরাক্রমশালী সোরার সবচেয়ে উঁচু খান্দান স্কাবিজ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হানেমানের হাতে শক্তিকৃত হয়েই তিনি রানী হতে পেরেছেন। সোরা বংশের মেয়ে হবার কারণে সোরার সকল অলিগলি ফন্দি ফিকির সবই তার নখদর্পনে, তাই লক্ষণ সদৃশে সোরার ক্ষতিকর উচ্ছ্বাসকে দমন করতে রানীর বিশেষ বেগ পেতে হয়না। সোরা থেকে সোরি আর ল্যাটিন পদবী NUM যোগ করে হানেমান এই রানীর নাম রাখলেন সোরিনাম।