BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রতিনিধি পরিষদের সদস্য এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন। ২০১৪ সালে কংগ্রেসে সর্বকনিষ্ঠ নারী সদস্য হিসেবে নির্বাচিত হওয়া স্টেফানিক কূটনৈতিক এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত হলেন, যখন বিশ্বজুড়ে বিশেষ করে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।এক সময়ের মধ্যপন্থী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা স্টেফানিক ডোনাল্ড ট্রাম্পের প্রথম দিকের সমালোচক ছিলেন। তবে পরবর্তীতে তিনি ট্রাম্পের বিশ্বস্ত সমর্থকে পরিণত হন। সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প স্টেফানিককে “অবিশ্বাস্য রকমের দৃঢ় এবং শক্তিশালী” উল্লেখ করে তাঁকে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বর্ণনা করেন।