BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ সড়কের পাশে ত্রিপল বিছিয়ে শুকানো হচ্ছে রুপালি রঙের কিছু বস্তু। দূর থেকে ঝকঝকে দেখালেও কাছে গিয়ে বোঝা যায়, এগুলো মাছ কাটার পর ফেলে দেওয়া আঁশ। স্থানীয়দের অকল্পনীয় মনে হওয়া এসব আঁশ এখন বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম হয়ে উঠেছে।মাছ কাটার কাজ থেকে ব্যবসায়ী মাহাবুবমাছের আঁশ শুকানোর কাজের অগ্রদূত মো. মাহাবুব আলম। কুমিল্লা নগরের সংরাইশ এলাকার এই বাসিন্দা একসময় রাজগঞ্জ বাজারে মাছ কাটার কাজ করতেন। ১৩ বছর আগে এক ঢাকার ব্যবসায়ীর পরামর্শে তিনি আঁশ শুকানোর কাজ শুরু করেন। প্রথম দিনেই ১০ কেজি শুকনা আঁশ বিক্রি করে ৪০০ টাকা পান, যা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।