BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাজবাড়ীতে 'সুন্দরবন এক্সপ্রেস' এবং 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেনের রুট পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শনিবার রাতে রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেখে তারা রেলপথ অবরোধ করেন।গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ছেড়ে আসা রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করছিল। রাজবাড়ী স্টেশনে পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি আটকে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। অবরোধকারীরা রাত সাড়ে আটটার দিকে সরে গেলে ট্রেনটি ভাঙ্গার দিকে রওনা দেয়।স্থানীয়দের অভিযোগ, খুলনা থেকে ঢাকাগামী 'সুন্দরবন এক্সপ্রেস' ও বেনাপোল থেকে ঢাকাগামী 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে রাজবাড়ী পরিহার করে যশোর-নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই পরিবর্তন হলে রাজবাড়ী ও আশপাশের জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবেন। এ কারণেই তারা বিক্ষোভে অংশ নেন।