BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া জনপ্রিয় অভিনেত্রী বর্ষা সম্প্রতি অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। মূলত সন্তানদের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড়। বিশেষ করে, অভিনেত্রী দীপা খন্দকার ও অভিনেতা জীতু আহসানের মন্তব্য এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অভিনয় ছাড়ার ঘোষণাগত বৃহস্পতিবার স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বর্ষা জানান, হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করেই তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেবেন। এই বিষয়ে তিনি বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭ বছর। কয়েক বছর পর বড় ছেলে যখন ১৪-১৫ বছরে পা রাখবে, তখন যদি দেখে তার মা সিনেমার নায়িকা, তখন সে কীভাবে নেবে? এটা ভেবেই আমি সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’