BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
হুমায়ুন কবির,ঠাকুরগাঁও:প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এ বছর গাছে গাছে কোথা থোকা আমের মুকুলের সোনালি রঙয়ের নান্দনিক দৃশ্য বসন্তকে সাজিয়েছে অপরুপ রুপে।প্রতিটি আমের মুকুলের সুবাসে ঘ্রাণ ছড়াচ্ছে বসন্ত বাতাসে।মধু মাসে মৌমাছিরা আনন্দে আত্মহারা হয়ে আমের মুকুলে মুকুলে মধু সংগ্রহ করতে পার করছেন ব্যস্ত সময়। তাদের গুন গুন শব্দে নব বসন্তে যোগ হয়েছে এক নতুন মাত্রা। শীতের জড়তা কাটিয়ে এদিকে কোকিলের সেই কুহুতানে মাতাল হয়ে উঠেছে ঋতুরাজ বসন্তের দিগন্ত জোড়া প্রাকৃতিক মাঠের পর মাঠ। ছোট-বড় প্রায় সব আম গাছে ধরেছে অসংখ্য গুচ্ছ গুচ্ছ কিংবা থোকা থোকা নতুন আমের মুকুল। মুকুলের পাগল করা ঘ্রান মানুষের মনকে করছে বিমোহিত। যেন হাজির হয়েছে মধুমাসের আগমনী বার্তা নিয়ে। আবার এসব আমের মুকুলকে বিভিন্নভাবে টিকিয়ে রাখতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিচর্যা করে যাচ্ছেন আম চাষিরা। যেন প্রতিটি মুকুলের শীষে বিভিন্ন লাভের স্বপ্ন বুনছেন তারা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে উপজেলার বিভিন্ন আম বাগান ও আম চাষিদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিটি আম গাছে প্রায় পুরোদমে চলে এসেছে আমের সোনালী মুকুল। আগাম মুকুলে আম চাষিদের মনে আশার প্রদীপ জ্বলে ওঠেছে। মাঘের হিমেল হাওয়ায় সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে এসব মুকুল।