প্রচন্ড দাবদাহেও থেমে নেই রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা আম চাষিদের স্বপ্ন। জিআই সনদ পাওয়ায় এবার এই আমের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছিলেন। এর ফলে এই আমের সুখ্যাতি আরও দূর-দূরান্তে ছড়িয়ে পড়েছে।
এবার আম চাষিরা আশা করছেন ২০০ কোটি টাকারও বেশি আয় করতে পারবেন।
রংপুর জেলায় মোট ৩ হাজার ৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।এর মধ্যে হাঁড়িভাঙা জাতের আম লাগানো হয়েছে ১ হাজার ৪৫০ হেক্টরে।
গত বছর প্রতি হেক্টরে হাঁড়িভাঙা আমের উৎপাদন ছিল ১২ টন।এবার আশা করা হচ্ছে গত বছরের চেয়ে ফলন বেশি হবে।
হাঁড়িভাঙা আম বাজারে আসবে জুনের দ্বিতীয় সপ্তাহের পর।মৌসুমের শুরুতে প্রতি কেজি হাঁড়িভাঙা আম বিক্রি হবে ৮০ থেকে ১৫০ টাকায়।
গরমের তীব্রতা থেকে আম গাছ রক্ষা করছেন।আমের সুন্দর ফলনের জন্য নিয়মিত পরিচর্যা করছেন।
এবার হাঁড়িভাঙা আমের উৎপাদন গত বছরের চেয়ে বেশি হবে।দেশের অন্যান্য স্থানের আম শেষ হয়ে যাওয়ার পর হাঁড়িভাঙা আম বাজারে আসবে।রংপুরের হাঁড়িভাঙা আম দেশজুড়ে, এমনকি বিদেশেও আরও জনপ্রিয় হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!