BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
প্রচন্ড দাবদাহেও থেমে নেই রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা আম চাষিদের স্বপ্ন। জিআই সনদ পাওয়ায় এবার এই আমের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা।গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছিলেন। এর ফলে এই আমের সুখ্যাতি আরও দূর-দূরান্তে ছড়িয়ে পড়েছে।এবার আম চাষিরা আশা করছেন ২০০ কোটি টাকারও বেশি আয় করতে পারবেন।রংপুর জেলায় মোট ৩ হাজার ৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।এর মধ্যে হাঁড়িভাঙা জাতের আম লাগানো হয়েছে ১ হাজার ৪৫০ হেক্টরে।গত বছর প্রতি হেক্টরে হাঁড়িভাঙা আমের উৎপাদন ছিল ১২ টন।এবার আশা করা হচ্ছে গত বছরের চেয়ে ফলন বেশি হবে।