BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর শহরের প্রবেশদ্বার বাবুরহাটের সড়ক ও জনপদ বিভাগের মতলব পেন্নাই সড়ক। সড়কটি চাঁদপুর শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক হলেও স্থানীয় কিছু অসাধু ব্যক্তির বাণিজ্যের কারণে চলছে রাস্তার দু' পাশ দখলের প্রতিযোগিতা, ফলে রাস্তাটি সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।এতে করে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রী ও পথচারীরা, আর ঘটে যাচ্ছে দুর্ঘটনা।চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নামে বাবুরহাটের আশিকাটি মৌজায় ৪নং বি এস খতিয়ানে ৭টি দাগে মোট ২৭.১৯ একর সম্পত্তি রেকর্ড রয়েছে। ৪নং বি এস খতিয়ানের শ্রেণীভেদে ২১৭ দাগে সড়ক ১৫.৬০ একর, ২১৪/১২০৭ দাগে ভিটি ০.২৮ একর, ১২৫১ দাগে নয়নজুলি ১.৪০ একর, ১২৫২ দাগে সড়ক ১.৩৪ একর, ১২৫৩ দাগে খাল ১.৫৮ একর, ১৩২৯ দাগে খাল ৩.১৯ একর, ২০৫৩ দাগে খাল ৩.৮০ একর সহ মোট ২৭.১৯ একর সম্পত্তি বি এস খতিয়ানে রেকর্ড হয়। সড়ক ও জনপদ বিভাগের তদারকির অভাব ও কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী অর্থের কাছে ম্যানেজ হওয়ার কারনেই তাদের সম্পত্তি বেদখল হয়ে যায়। সম্পত্তি উদ্ধারেও সড়ক ও জনপদ বিভাগের নেই কোন কার্যকর ভূমিকাও। এই সম্পত্তির অভিভাবকহীনতার কারনে দিনকে দিন চলছে বাবুরহাট বাজারে সরকারি সম্পত্ত দখলের প্রতিযোগিতা। খাল দখলের পর এবার চলছে রাস্তার পাশ দখল। মোটা অংকের টাকার বিনিময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৭ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাতেই সড়ক ও জনপদের রাস্তার কাপেটিং এর সাথেই জায়গা দখল করে তৈরী করা হয় বিশাল একটি দোকান। যা নিয়ে হৈ চৈ শুরু হয়েছে সকলের মাঝে।এভাবেই রাতে রাতেই তৈরী হচ্ছে নিত্যনতুন দোকানপাট। আবার কাপেটিং এর দু পাশেই রয়েছে বড় বড় চায়ের দোকান, ফুটপাতে মাংসের দোকান, পানের দোকান, একাধিক ফলের দোকান। সন্ধা হলে আবার ভ্যান দিয়ে ফুটপাত দখল করে মূল রাস্তাকে আরো সংকোচিত করে রাখে। বাবুরহাট পেন্নাই সড়কে পৌরসভার নির্দিষ্ট কোন স্ট্যান্ড না থাকায়, সড়কের পাশ দখলের কারনে সি এন জি, অটো, রিক্সা বাধ্য হয়ে রাস্তার উপর স্ট্যান্ড করে রাখতে হচ্ছে। রাস্তায় গাড়ি থামিয়েই যাত্রী উঠানামা করাতে হচ্ছে। আর এতে করে সড়কের যানবাহন চলাচলের রাস্তাটি আরো ছোট হয়ে যাচ্ছে, তার কারনে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।