BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
শান্তিগঞ্জ প্রতিনিধি::শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জ্বীবদাড়া বাজারের দক্ষিণের হাওরের কয়েকশ হেক্টর বোরো ফসলি জমিতে সেচ সংকট দেখা দিয়েছে। পানির অভাবে ফেটে গেছে ফসলি জমি। হাওরের জলমহালগুলোতে পানি শুকিয়ে যাওয়ায় কৃষক পরিবারগুলো পড়েছেন চরম বিপাকে। হুমকির মুখে পড়েছে ফসল। স্থানীয়রা বলছেন, হাওরের জলমহালগুলো ভরাট হয়ে যাওয়ায় এই হাওরে সেচ সংকট দেখা দিয়েছে। জলমহালগুলো দ্রুত সময়ের মধ্যে খনন না করলে আগামীতে এই হাওরের ফসলি জমিগুলো অনাবাদি হয়ে পড়বে বলে আশংকা করছেন কৃষকরা।উপজেলা নিবার্হী কর্মকতার্র কাযার্লয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও মৌজার এসএ জেল নং—১৪৫, আরএস জেএল নং—০৫, ২৭৬ নং দাগে মোট ১৩.৩০ একর নিয়ে সুরাইয়া বিল জলমহাল রয়েছে। ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর উপজেলা নিবার্হী কর্মকতার্র কাযার্লয়ের ৮৯৪ নম্বর স্মারকে জলমহালটি ১৪৩০—১৪৩২ বাংলা সনের জন্য জ্বীবদাড়া আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ ইজারাপ্রাপ্ত হয়েছেন।