BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
এপ্রিল মাস শুরু হতেই রাজধানী ঢাকায় গরমের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হলেও তা স্থায়ী হয়নি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ৫ থেকে ৭ দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও, এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।