BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঢাকায় সিএনজিচালিত অটোরিকশার নির্ধারিত ভাড়া কার্যকর করতে সরকারের উদ্যোগের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন চালকরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে জনগণের দুর্ভোগ বাড়িয়েছেন তারা। পেছনে ছিলেন মালিকরাও।বিআরটিএর শাস্তিমূলক নির্দেশনা প্রত্যাহারঅটোরিকশার চালক-মালিকরা নির্ধারিত ভাড়া ও জমার হার না মেনে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই। বিআরটিএ যখন নতুন করে শৃঙ্খলা ফেরাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়, তখনই চালকরা রাস্তায় নামেন। গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রামপুরার বনশ্রী, মিরপুর, গাবতলী, তেজগাঁও, শনির আখড়া, দোলাইরপাড়সহ বেশ কয়েকটি স্থানে চালকরা সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র ভোগান্তি।যাত্রী শাওকাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “চালক ও মালিকদের দাবিদাওয়া থাকতেই পারে, কিন্তু এজন্য পুরো শহরের মানুষকে জিম্মি করা ঠিক নয়। আইন মানতে বললেই যদি তারা সড়ক অবরোধ করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?”