বাংলাদেশ ফুটবলের চেনা দৃশ্যপট যেন পাল্টে যেতে শুরু করেছে। দীর্ঘদিন পর দর্শকেরা মাঠমুখী হচ্ছেন, পাড়ায় পাড়ায় আবারও ফুটবল নিয়ে আলোচনা। এই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামিদুল ইসলাম। তাঁদের আগমনে যেন নতুন আলোর রেখা দেখা দিয়েছে দেশের ফুটবলে।
এই আলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রস্তুতি নিচ্ছে ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে ঘিরে। ম্যাচটি শুধুই একটি খেলা নয়, বরং এক মহাউৎসব—এমনটাই বলছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।
“১০ জুনের দিনটা হবে বাংলাদেশের ফুটবলের জন্য টার্নিং পয়েন্ট। এমন কিছু থাকবে, যা আগে দক্ষিণ এশিয়ায় কখনো হয়নি,”—ফাহাদ করিম।
টিকিট মূল্য ও বিশেষ আয়োজন:
ম্যাচের টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। দর্শকদের জন্য থাকছে লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যানজোন, এমনকি বিশেষ বাস ও মেট্রোরেল সুবিধা।
তারকাদের উপস্থিতি মানেই উন্মাদনা:
হামজা ইতিমধ্যেই ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। কানাডা জাতীয় দলে খেলা শমিত এবার দেশের ডাকে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামবেন। ইতালির ঘরোয়া লিগে খেলা ফাহামিদুল ইসলামও শীঘ্রই ক্যাম্পে যোগ দেবেন। তাদের আগমনে স্থানীয় খেলোয়াড়রাও পাচ্ছেন নতুন অনুপ্রেরণা। জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন, “হামজাকে দেখে এখন অনেকেই আগ্রহ দেখাচ্ছে। ফুটবল ঘিরে আলোচনাও বেড়েছে, যা দেশের জন্য খুব দরকার ছিল।”
স্পনসর ফিরছে ফুটবলে:
দীর্ঘদিন পর কিট স্পনসর হিসেবে ফিরেছে ‘দৌড়’। জাতীয় দলের পেছনে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, টিকিট ক্যাম্পেইনে যুক্ত মোবাইল অপারেটর রবি এবং প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হয়েছে জাপানি প্রতিষ্ঠান মলটেন। সিঙ্গাপুর ম্যাচের জন্য রয়েছে টাইটেল স্পনসর ও তিন-চারটি কো-স্পনসর।
“হামজা-শমিতের মতো তারকা আসায় ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে। এখনই সময় এই আগ্রহকে কাজে লাগিয়ে ফুটবলকে এগিয়ে নেওয়ার।” — ফাহাদ করিম
লগইন
হামজা-শমিতদের আগমনে ফুটবলে নতুন ভোর । ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!