রাজনীতি আর সাংবাদিকতা আদর্শ দু'পেশা
এই পেশাতে সম্মান পেতে লাগে মধুর নেশা।
অথচ আজ কলুষ হচ্ছে রাজনীতিক আর সাংবাদিক
দুই মহান পেশাতেই ঢুকেছে মস্ত বড় হলুদ কীট।
শিক্ষা-দীক্ষা ছাড়াই সাজেন রাজনৈতিক নেতা
টাকা যশ খ্যাতির লক্ষ্য ইলেকশনে জেতা।
রাষ্ট্র পরিচালনার অনুশীলনে রাজপথে হয় রাজনীতিক
অথচ! চোর দুর্নীতিবাজ মূর্খরা এখন
রাজনীতির কুপথিক।
নীতি ছাড়া রাজনীতি, আদর্শ ছাড়া মূলনীতি
মন্দ লোকের ছড়িতে হারায় আমজনতার সব প্রীতি।
সুশিক্ষাহীন রাজনীতিতে দুর্বৃত্ত দুর্নীতির জন্ম হয়
উন্নয়ন রাজনীতি সংকটে পড়ে দেশ ও জাতির মহাক্ষয়।
রাজনীতিতে চলে এখন দুর্নীতির টাকার খেলা
পেশীশক্তি ষণ্ডা গুণ্ডায় জনগণের জ্বালা।
সাংবাদিকতা মহান পেশা 'জাতির বিবেক' কয়
দেশ ও দশের দিকনির্দেশ দিয়ে বুদ্ধিজীবী হয়।
মন্দ লোকের প্রভাব এখন সাংবাদিকতা পেশায়
চাঁদাবাজি, ধান্ধাবাজিতে ঘোরেন টাকার নেশায়।
শিক্ষা দীক্ষা না থাকলেও সাংবাদিকতা হয়
প্রেস্টিজ আড়াল করতে কেউ জাল সনদ লয়।
নষ্ট যখন হয়ে পড়ে রাজনীতিক আর সাংবাদিক
জাতির ললাটে থাকে তখন হন্যে ছোটা দিগ্বিদিক।
(কিছু অন্ধ কবিতা কাব্যগ্রন্থ থেকে)
মন্তব্য করার জন্য লগইন করুন!