দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ছাত্র–জনতার স্বৈরাচারবিরোধী আন্দোলনে যে স্বপ্ন ও আশা নিয়ে তারা অংশগ্রহণ করেছিল, সেই স্বপ্ন পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব পালন শুরু করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টার পদে শপথ গ্রহণ করেন।
ড. ইউনূস তার ভাষণের শুরুতে ছাত্র–জনতার আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
ড. ইউনূস বলেন, "ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।" তিনি আরও উল্লেখ করেন যে, "এতদিন দেশে দুর্নীতি এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রীর একজন পিওন পর্যন্ত ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন।"
তিনি দেশের ভোটাধিকার হরণের প্রসঙ্গ টেনে বলেন, "স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু লোকের স্বার্থ পূরণে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।"
ড. ইউনূস অর্থনৈতিক খাত ও শেয়ার বাজারে চলমান লুটপাটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "দুর্নীতির বিরুদ্ধে এই সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে।"
মন্তব্য করার জন্য লগইন করুন!