BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
রাজনীতি আর সাংবাদিকতা আদর্শ দু'পেশা এই পেশাতে সম্মান পেতে লাগে মধুর নেশা। অথচ আজ কলুষ হচ্ছে রাজনীতিক আর সাংবাদিক দুই মহান পেশাতেই ঢুকেছে মস্ত বড় হলুদ কীট।শিক্ষা-দীক্ষা ছাড়াই সাজেন রাজনৈতিক নেতা টাকা যশ খ্যাতির লক্ষ্য ইলেকশনে জেতা। রাষ্ট্র পরিচালনার অনুশীলনে রাজপথে হয় রাজনীতিক অথচ! চোর দুর্নীতিবাজ মূর্খরা এখনরাজনীতির কুপথিক।নীতি ছাড়া রাজনীতি, আদর্শ ছাড়া মূলনীতি মন্দ লোকের ছড়িতে হারায় আমজনতার সব প্রীতি। সুশিক্ষাহীন রাজনীতিতে দুর্বৃত্ত দুর্নীতির জন্ম হয় উন্নয়ন রাজনীতি সংকটে পড়ে দেশ ও জাতির মহাক্ষয়। রাজনীতিতে চলে এখন দুর্নীতির টাকার খেলা পেশীশক্তি ষণ্ডা গুণ্ডায় জনগণের জ্বালা।