মোঃ আসাদুজ্জামান
এবার গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা সদর উপজেলার গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হাসিনা বেগম (৪৫) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অপর দিকে পাথরঘাটার পৌর শহরের ৫নং ওয়ার্ডের হাবিব ডাক্তারের ছেলে গিয়াস উদ্দিন (৪০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ নিয়ে বরগুনা জেলায় এখন পযন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুজনিত মৃত ৩৩ জনের মধ্যে ২৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৪ জন বেতাগী এবং ৩ জন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

হটস্পট বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৯ জনে। বিভিন্ন জেলা উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪৩ জন।
জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৮১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১২৮ জন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।
মন্তব্য করার জন্য লগইন করুন!