গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৬ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৪ জনে।
রবিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৬ জন রোগী।
ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে দিনের বেলায় মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে এবং ঘরে-বাইরে মশার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!