সংবাদ প্রতিবেদন
ঢাকা: রাজধানীর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে শুরু হয়ে আসাদ গেট পর্যন্ত চলা এক ঘণ্টার বিশেষ উচ্ছেদ অভিযানে শতাধিক ব্যাটারি অটোরিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির প্রশাসক মোহম্মদ এজাজ। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নগরবাসী এই অবৈধ যানবাহনগুলোর কারণে ভোগান্তিতে ছিলেন। তাদের দাবির প্রেক্ষিতেই আজ থেকে শুরু হলো এই অভিযান।
প্রশাসক বলেন, “ধাপে ধাপে ঢাকার সব সড়ক থেকে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে ফেলা হবে। এর পরিবর্তে সরকার অনুমোদিত, শৃঙ্খলাপূর্ণ অটোরিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এসব বৈধ অটোরিকশা চালাতে হলে চালকদের জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণের পর বৈধ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর ভূমিকা রাখবে সিটি করপোরেশন।
আরও পড়ুন:
অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে বিআরটিএ’র হুঁশিয়ারি
গণপরিবহন শৃঙ্খলায় সরকারের নতুন পরিকল্পনা
লগইন
ঢাকার রাস্তায় অবৈধ ব্যাটারি অটোরিকশার শেষযাত্রা । ছবি সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!