BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সংবাদ প্রতিবেদন ঢাকা: রাজধানীর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।মঙ্গলবার (১৩ মে) দুপুরে ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে শুরু হয়ে আসাদ গেট পর্যন্ত চলা এক ঘণ্টার বিশেষ উচ্ছেদ অভিযানে শতাধিক ব্যাটারি অটোরিকশা জব্দ করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।অভিযানটি পরিচালনা করেন ডিএনসিসির প্রশাসক মোহম্মদ এজাজ। তিনি জানান, দীর্ঘদিন ধরেই নগরবাসী এই অবৈধ যানবাহনগুলোর কারণে ভোগান্তিতে ছিলেন। তাদের দাবির প্রেক্ষিতেই আজ থেকে শুরু হলো এই অভিযান।