জমির পরিমাণ: বেনজীর পরিবার গাজীপুরের নাগরী ইউনিয়নের চান্দখোলা মৌজার বেতুয়ারটেক গ্রামে নামে-বেনামে ৫০ বিঘারও বেশি জমি কিনেছে।
ক্রয়ের সময়: জমি কেনা শুরু হয় ২০১৬ সালে এবং ২০১৭ সাল পর্যন্ত চলে।
মূল্য: জমির বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
দলিল: দুদক তল্লাশি চালিয়ে বেনজীর, তার স্ত্রী ও বড় মেয়ের নামে পাঁচটি দলিল উদ্ধার করেছে।
জমির মালিক:বেনজীর আহমেদ,স্ত্রী - জীশান মীর্জা,বড় মেয়ে - ফারহীন রিশতা বিনতে বেনজীর
জমি কেনার মাধ্যম:সরাসরি ক্রয়,নামজারির মাধ্যমে
বেনজীরের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের নামেও এলাকায় বহু জমি কেনা হয়েছে।এলাকাবাসী এলাকাটিকে 'বেনজীরের প্রজেক্ট' নামে চেনে।মোমেন মিয়া নামে এক ব্যক্তি বেনজীরের জমি দেখভাল করে থাকেন।
জমি কেনার সময় রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!