লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়নে একটি ভূমিহীন পরিবারের বিরুদ্ধে একটি ভুমি দখল এবং ব্যাটারি চালিত অটোরিকশা চিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের শিকায়ত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির মোল্লা।
ঘটনাটি বুধবার (১৯ জুলাই) দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাট বাজারে ঘটে। এই সংবাদটি রতন কবিরাজ এর সাক্ষাত্কারের ভিতরে পুলিশ সুপার বরারের একটি লিখিত শিকায়তের ভিতরে জানানো হয়েছে। এখন পুলিশ লক্ষ্মীপুর জেলার ডিবি পুলিশ বিভাগের দখল বিচার করছে।
রতন কবিরাজ ও রিনা বেগমের অভিযোগের প্রতি সত্যতা সংক্রান্ত তথ্য পেতে মনির হোসেন মোল্লা সংযুক্তিসুত্র হিসেবে জানান, যে তিনি রতন কবিরাজ এর কাছ থেকে এক লক্ষ টাকা পায়নি। গাড়ি কেনার সময় তিনি এক লক্ষ টাকা ধার নেয়েছেন। এই খবরের প্রত্যাখ্যানে বলা হয়েছে যে জমি দখলের ঘটনাটি মিথ্যা সরকারের কাছে রাখা হয়েছে, সরকার তিনি তার জমি দিয়েছে তাকে জানিয়ে দিয়েছে যে সেই জমি তার নিজস্ব প্রপ্রিয় হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!