বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে আফজাল হাওলাদারের মেয়ে কুলসুম, জেসমিন, শিউলি ও রুমার বিরুদ্ধে রাতারাতি ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মৃত আবদুর রকমান মাদবরের ছেলে রশিদ মাদবর জানান, বুধবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে একই গ্রামের আলম মৃধার ছেলে জুয়েল মৃধার নেতৃত্বে পূর্ব চিলা মৌজার জেএল ৫৭ খতিয়ান নং ১২৬ পিতৃত্ব সম্পত্তিতে অবৈধভাবে ক্ষমতার জোরে রাতের আধারে ঘর তোলা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। হঠাৎ করে সকালে দেখা যায়, জমিতে ঘর তোলা হচ্ছে।
জমি দখলকারী কুলসুম ও তার পরিবারের দাবি, রশিদ মাদবররা জোরপূর্বক এই জমি দখল করে আসছিল। তাই তারা নিজেদের জমিতে নিজেরা ঘর তুলছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!