গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
শ্রমিক ও গাজীপুর শিল্প পুলিশের সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডসহ মোট ছয়টি কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানাগুলো এপ্রিল থেকে বন্ধ ছিল এবং সেপ্টেম্বরে পুনরায় চালু হলেও বেতন পরিশোধে টালবাহানা করা হচ্ছে বলে শ্রমিকদের অভিযোগ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ ও সেনাবাহিনী।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন, এপ্রিল মাস থেকে বন্ধ থাকা কারখানাটি সেপ্টেম্বরে চালু হলেও কর্তৃপক্ষ চার মাসের বকেয়া বেতন পরিশোধে টালবাহানা করছে। বহুবার আশ্বাস দেওয়া সত্ত্বেও সময়মতো বেতন না পাওয়ায় বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করতে নেমেছেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!