গাজীপুরের কালিয়াকৈরের কামরাঙ্গীচালা এলাকায় তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা আজ (মঙ্গলবার) সকালে বিক্ষোভ করেছে। ‘হ্যাগ নীট ওয়্যার’ কারখানার শ্রমিকরা সকাল ৭টা থেকে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস চাইলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। আজ সকালে কাজে এসে দেখেন, কারখানার ফটকে তালা ঝুলছে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা রাস্তায় নেমে আসেন।
পরে গাজীপুর শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা এখনও কারখানার সামনে অবস্থান করছে এবং বেতন পরিশোধের দাবি জানাচ্ছে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে।
মন্তব্য করার জন্য লগইন করুন!