কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজনেস আইডিয়া তৈরির জন্য একটি সুযোগ করে দেয়।
রেজিস্ট্রেশন ১০ ডিসেম্বর থেকে শুরু
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশন অনলাইন ও অফলাইনে করা যাবে।
প্রতিযোগিতা তিন ধাপে অনুষ্ঠিত হবে
প্রতিযোগিতা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপটি আইডিয়েশ ইনকিউবেটর। এই ধাপে প্রতিযোগীরা তাদের বিজনেস আইডিয়া তৈরি করবে। দ্বিতীয় ধাপটি ইনোভেশন ওয়াসিস। এই ধাপে প্রতিযোগীরা তাদের বিজনেস আইডিয়া বিশ্লেষণ করবে এবং উন্নত করবে। তৃতীয় ধাপটি ভিশন ভ্যানগার্ড। এই ধাপে প্রতিযোগীরা তাদের বিজনেস আইডিয়া উপস্থাপন করবে।
প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ‘আনলিমিটেড’
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ‘আনলিমিটেড’। এই প্রতিপাদ্য অনুসারে, প্রতিযোগীরা তাদের বিজনেস আইডিয়াকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক হতে হবে।
পুরস্কার
প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দল পাবে ১৫ হাজার টাকা, দ্বিতীয় দল পাবে ১০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবে ৫ হাজার টাকা।
অন্যান্য তথ্য
কুবির হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় এসোসিয়েট পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি), ডিজিটাল মিডিয়া পার্টনার নতুন মার্কেটিং এজেন্সি, গিফট পার্টনার প্রগতি বই ঘর, ওপুলেন্ট গ্যাজেট, ই-লার্নিং পার্টনার- কিরণ, বেভারেজ পার্টনার, ফটোগ্রাফি পার্টনার চ্যাকমেট ইভেন্টস। অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে 'দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, টেলিভিশন চ্যানেল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল ২৪।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য হাল্ট প্রাইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য একটি সুযোগ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের বিজনেস আইডিয়া তৈরি এবং বিকাশের দক্ষতা অর্জন করতে পারে।
মন্তব্য করার জন্য লগইন করুন!