কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলে শনিবার (১৬ ডিসেম্বর) ৫৩তম বিজয় দিবস উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “বিজয় উল্লাসে বায়ান্ন” প্রতিপাদ্যকে সামনে রেখে হলের প্রাধ্যক্ষ মো: সাহেদুর রহমানের সভাপতিত্বে ও হলটির আবাসিক শিক্ষার্থী হুমায়রা কবির, ফাতেমা তুজ জহুরা মিম এবং সানজানা ইসলাম হিয়ার সঞ্চালনায় শেখ হাসিনা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানসহ অনুষদ গুলোর ডিন, বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, “আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমাদের শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে যৌথভাবে যেভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে তা সত্যিই অসাধারণ। পড়াশোনার পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় আমি ও আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। শিক্ষার্থীদের জন্য শুভকামনা থাকবে।”
জমকালো এই অনুষ্ঠান নিয়ে হল প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. সাহেদুর রহমান বলেন, “বিজয় দিবস আমাদের গর্বিত অর্জনের জানান দেয় প্রতিবছরের আজকের এই দিনটিতে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল হিসেবে উদ্বোধনের পর এবার এটি আমাদের হল থেকে দ্বিতীয়বারের মতো আয়োজন। আমাদের হলের আবাসিক শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্য স্যারের সহযোগিতায় এত সুন্দর একটি অনুষ্ঠান করেছে এতে আমি সত্যি আনন্দিত। পড়াশোনার পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের প্রণোদনা যোগাতে সহায়ক বলে আমি মনে করি তাই সবসময় চেষ্টা করি দিবস ভিত্তিক এই অনুষ্ঠানগুলোতে আমাদের শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করার। সামনেও এই চেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি, কবিতা পাঠ, ওয়ার্কশপসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই একাত্মতায় মিলিত হয়ে বিজয় দিবসের আনন্দ উদযাপন করেন।
উল্লেখ্য, শেখ হাসিনা হল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল। ২০২২ সালের ৩১ জুলাই এটি উদ্বোধন করা হয়।
মন্তব্য করার জন্য লগইন করুন!