রাজশাহী, প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীতে গত বুধবার (১৫ মে) থেকে গাছ থেকে আম নামানো শুরু হয়েছে। প্রথম দিনে নামানো হয়েছে গুটি জাতের আম। পর্যায়ক্রমে বাজারে আসবে অন্যান্য জাতের আম। এই মৌসুম চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।
এবার গাছে আম কম থাকায় বাজারে দাম বেশি হবে বলে আশা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।রপ্তানিতেও বাড়বে আমের দাম।
পরিপক্ব আম বাজারজাতে পাঁচ বছর ধরে গাছ থেকে নামানোর সূচি ঘোষণা করছে স্থানীয় প্রশাসন।সেই ক্যালেন্ডার মেনে বুধবার শুরু হয়েছে গাছ থেকে আম নামানো।
জ্যৈষ্ঠের শুরুতে গুটি আম পাড়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজশাহী জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণ।
।
ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী:
২৫ মে: গোপালভোগ-রানিপছন্দ
৩০ মে: ক্ষীরশাপাতি
২৫ মে: লক্ষ্মণভোগ-লখনা
z১০ জুন: ল্যাংড়া-ব্যানানা ম্যাংগো
১৫ জুন: আম্রপালি ও ফজলি
৫ জুলাই: বারি-৪
১০ জুলাই: আশ্বিনা
১৫ জুলাই: গৌড়মতী
২০ আগস্ট: ইলামতী
কাটিমন ও বারি-১১: সারা বছর
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর রাজশাহী জেলায় ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে।উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজার ১৬৪ মেট্রিক টন।
রাজশাহীর পবা এলাকার চাষি আনোয়ারুল হক মনে করেন এবার আমের দাম ভালো হবে।
বানেশ্বর এলাকার চাষি রাজীব হোসেন আশা করছেন আশ্বিনা ও আম্রপালির দাম বেশি হবে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোছা. উম্মে ছালমা আশা করছেন, ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরিপক্ব আম কৃষক ও ব্যবসায়ীরা বাজারজাত করবেন
মন্তব্য করার জন্য লগইন করুন!