আমতলীতে ঈদের গরুর বাজার গরম। ঈদুল আযহা এখনো একদিন বাকি থাকলেও, পশু কেনা-বেচার তুঙ্গে।
উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ৮ হাজার ৭৮৯ টি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ষাঁড়, বলদ, গাভী, মহিষ ও ছাগল রয়েছে।
বাজারে চাহিদা ৮ হাজার ৬২৩ টি হলেও, উদ্বৃত্ত রয়েছে ২৮২ টি।
কিন্তু দাম গত বছরের তুলনায় বেশি। বিক্রেতারা নিজেদের মতো করে দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা।
আমতলী উপজেলা সদরের গো-হাট বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড়। এছাড়াও, গাজীপুর বন্দর, চুনাখালী, গুলিশাখালী, কলাগাছিয়া ও বান্দ্রা-তেও হাট বসেছে।
ক্রেতারা বলছেন, বিদেশি গরু বাজারে না আসায় দেশি গরুর দাম বেশি। তবে তারা দেশি খামারিদের লাভবান হতে দেখে খুশি।
বাজারে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। প্রাণী সম্পদ বিভাগ ও পুলিশ তত্ত্বাবধান করছে যাতে কেউ রোগাক্রান্ত বা অসুস্থ পশু বিক্রি করতে না পারে।
আজকের বাজারে গরুর গড় দাম:
ষাঁড়: ৫০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা
বলদ: ৪০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা
গাভী: ৩০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা
মহিষ: ৪০,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা
ছাগল: ১০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা
মন্তব্য করার জন্য লগইন করুন!