ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নাইকো দুর্নীতি মামলার সব আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন। মামলায় সবাই খালাস পেয়েছেন।
খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, সাবেক সরকারি কর্মকর্তারা—খন্দকার শহিদুল ইসলাম, সেলিম ভূঁইয়া, সি এম ইউসুফ হোসেন, কামাল উদ্দিন সিদ্দিকী, মীর ময়নুল হক এবং কাশেম শরীফও খালাস পেয়েছেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ১৩ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার পর আজ রায় ঘোষণা করা হয়।
এ মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়া ও অন্য আসামিরা ক্ষমতার অপব্যবহার করে নাইকো কোম্পানির সঙ্গে অস্বচ্ছ চুক্তি করেন। এর মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
২০০৮ সালে দুদক মামলা দায়ের করে এবং ২০২৩ সালে আদালত অভিযোগ গঠন করে। মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
মন্তব্য করার জন্য লগইন করুন!