logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - জাতীয়- টিকার কুফল ও সাইকোসিস নিরাময়ে হোমিওপ্যাথির অতুলনীয় ওষুধ

টিকার কুফল ও সাইকোসিস নিরাময়ে হোমিওপ্যাথির অতুলনীয় ওষুধ

টিকার কুফল ও সাইকোসিস নিরাময়ে হোমিওপ্যাথির অতুলনীয় ওষুধ । ছবি সংগৃহীত

উপযোগীতা:- হাইড্রোজেনোয়েড ধাতু বিশিষ্ট লোকদিগের পক্ষে উপযোগী। অবরুদ্ধ প্রমেহজনিত রোগে বিশেষ ভাবে উপযোগী।


কারণ:- যে সকল রোগীর ব্যক্তিগত ইতহাসে নি¤œরূপ ঘটনার সন্ধান পাওয়া যায় সেইখানে থুজার ব্যবহার অগ্রগন্য।


1. টাকা দেওয়ার মন্দ ফল, টিকা দেয়ার পরবর্তী পীড়া, বস্তুতঃ থুজা টীকার তরুন ও পুরাতন কুফল নষ্ট করিতে অদ্বিতীয়। মোট কথা- চিকিৎসাধীন রোগীর জীবনে যদি বিভিন্ন জাতীয় টিকা গ্রহণের ইতিহাস থাকে (বিশেষতঃ যাদের টীকা বেশির ভাগ সময়েই উঠে নাই) তাদের চিকিৎসা কালে থুজা প্রয়োগ না করিলে নির্বাচিত ওষুধে সুন্দর কাজ বা প্রতিক্রিয়া শক্তি জাগায় ন।


2. ইনজেকশন দ্বারা গনোরিয়া রোগ চাপা দান এবং তার কুফল হিসেবে।


3. আঁচিলের উপর অন্যায় অত্যাচারের কুফল।


4. অতিরিক্ত ইন্দ্রিয়পরায়নতার কুফল।


5. কফি, বিয়ার, মিষ্টি, তামাক, রসুন, পেয়াজ, চর্বিযুক্ত মাংস, মার্কারী অপব্যবহারের মন্দফল।


6. যে স্থলে রোগের তলদেশে সাইকোসিস দোষ থাকে সে স্থলে থুজা ঐ বিশেষ কার্যক্ষেত্রে প্রবেশ করে এবং রোগটিকে নির্মূল করে। -ডা. কেন্ট


7. উৎ. ঈষধৎশব থুজার ব্যাপক ব্যবহার সম্পর্কে বলেছেন- চবড়ঢ়ষব ধৎব ধষষ াধপপরহঃবফ ধহফ ফৎরহশ ঃবধ ধহফ ঞযঁলধ রং ঃযব মৎবধঃ ধহঃরফড়ঃব ঃড় ঃবধ ধহফ াধপপরহধঃরড়হ.


8. বসন্ত রোগের কুফল।

⁠⁠⁠⁠⁠⁠⁠
9. সাপের কামড়, ইদুর-বিড়ালের কামড়, পশুর কামড় (কুকুরের কামড়), পাখি ও সরীসৃপের কামড় অর্থাৎ যখন কোনরূপ জ্যান্তব বিষের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন

বাবুরহাট ময়দানখোলাতে শত্রুতা করে আগাছা নাশক ওষুধ দিয়ে ফসল নষ্ট করলো ইউসুফ খান

বাবুরহাট ময়দানখোলাতে শত্রুতা করে আগাছা নাশক ওষুধ দিয়ে ফসল নষ্ট করলো ইউসুফ খান

থুজার রোগী দেখতে যেমন:- 


1. মোমের মত চকচকে, তেলাক্ত মুখমন্ডল, মনে হয় যেন মুখের উপর চর্বি মাখান আছে এবং সচরাচর স্বচ্ছ থাকে, লোকটিকে দেখলে রুগ্ন মনে হয়, যেন কোন প্রকার ধাতু দোষ দেখা দিয়েছে। এটা সাইকোটিক ধাতুর এবং ক্যান্সার রোগের পূর্বাবস্থা স্বরূপ।


2. থুজার রোগী মোটা, থলথলে গঠন। কালো বর্ণ, বৃহৎ শরীর, পেট বড়, রুগ্ন ভাব মূর্তি, মাংসল চেহারা, নাক এবং ঠোটগুলি বেশ মোটা (নীল কৃষ্ণ), গেরিলার মত সারা শরীর কাল চুলে ভর্তি বিশেষ করিয়া মুখমন্ডল ও পীঠে। চালচলনে খুব তরিৎ গতি সম্পন্ন।


3. আঁচিল সদৃশ উদ্ভেদ থাকিবার ইতিহাস পাওয়া গেলে, রোগ যেইখানে বা যেমন হউকনা কেন প্রথমে একবার থুজার কথা মনে করব।

মানসিক অবস্থা:- সাইকোসিস আমাদের মনকে এত সংকীর্ণ করিয়া ফেলে যে সত্যের আলোক সম্পাত সেখানে প্রায় অসম্ভব হইয়া পড়ে। ফলে থুজার মধ্যে আমরা দেখিতে পাই বদ্ধমুল ধারণার বশবর্তী হইয়া চলিবার সময় সে মনে করে কে যেন তাহার পেছনে হাঁটিতেছে, এজন্য সে বার বার পিছনের দিকে তাকাইয়া দেখে। তাহার অঙ্গ-প্রত্যঙ্গ যেন কাঁচের তৈরি, সহজে ভাঙ্গিয়া যাইবে। যেন সে গর্ভবর্তী হইয়াছে ইত্যাদি এবং এরূপ ধারণা হইতে তাহাকে টলাইতে পারা যায় না, অচেনা লোকের কাছে তাহার যাইতে ভয় হয়। সকল কাজে সকল কথায় একটা বাধ ভাব, গোপন প্রিয়তা অর্থাৎ সহজে সে কোন কথা স্বীকার করিতে চাহে না, প্রতারণা করিবার ইচ্ছা, ছল করিয়া কিংবা ভান করিয়া অসুস্থতা। ভীষণ রাগী, কলহপ্রিয়, তার সাথে বাস করা কঠিন, হিংসুক, সন্দেহ প্রবণ। সহজে কাউকে বিশ্বাস করিতে পারে না, সত্য গোপন করিবার জন্য অনেক অবান্তর কথা বলে, সংস্কারাচ্ছন্ন। শুচিবায়ূগ্রস্থ, যে পরিবারে শুচিবায়ূগ্রস্ত লোক থাকে তার অত্যাচারে সংসারে চাকর বাকর টিকিতে পারে না, সে কারো কাজ পছন্দ করে না, যে সব রোগী মনে করে যে তাহাদিগকে গুন করিয়াছে বা ঔষধ খাওয়াইছে তাহারাও এই শ্রেণীভূক্ত। সর্বদা ছুঁই ছুঁই শংকা ও আতংক। থুজার রোগী সাধারণত একটু ধীরে ধীরে কথা বলে কিন্তু রাগ অবস্থায় অত্যন্ত ক্ষিপ্র গতিতে কথা বলে। উন্মাদ অবস্থায় তাহার সম্মুখে অগ্রসর হওয়া বিপজ্জনক, উন্মাদ রোগীনি কাউকেও ছুঁতে বা কাছে আসতে দেয় না, সে ভাবে কোন দৈব শক্তির প্রভাবাধীন হয়েছে-এইরূপ মুখেও বলে। শরীর যেন বাতাস থেকে হালকা, একা থাকিতে চায়।

আরও পড়ুন

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগীরা

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগীরা

সার্বদৈহিক লক্ষণ:- 


1. থুজা সাধারণত বাম পাশে ক্রিয়াকারী বিশেষতঃ বাম ডিম্বকোষ বেশী আক্রান্ত হয়।
2. ঘাম, কেবল শরীরের অনাবৃত অংশে। কেবল মাত্র মাথায় ঘাম হয় না। রোগী যখন নিদ্রা যা তখন ঘাম হয় কিন্তু জাগিলে ঘাম থাকে না, জননেন্দ্রিয়ে মধুর ন্যায় মিষ্টি গন্ধ যুক্ত ঘাম।
3. কোষ্ঠকাঠিন্য, মল নির্গত হইতে না হইতে উপর দিকে উঠিয়া যায়, গুটিগুটি মল। মলের সহিত রক্ত, আঙ্গুলের সাহায্যে মলত্যাগ। মলদ্বার ফাঁটিয়া যায়। অন্ত্রে অন্ত্র প্রবিষ্ট হইয়া কোষ্ঠবদ্ধতা বা ইনটেষ্টাইন্যাল অবস্ট্রাকসান। ছোট কৃমি। ছোট কৃমির কথা শুনিলেই টিউক্রিয়ামের কথা মনে পড়ে বটে কিন্তু থুজাতেও তাহার প্রাবল্য যথেষ্ট।

4. প্রাতঃকালীন উদরাময়, মলত্যাগকালে অতিরিক্ত বায়ূ নিঃসরণ। আহারান্তে মল বেগ। মানসিক উত্তেজনা বশতঃ উদরাময়, পিপাস ছিদ্র দিয়ে জল পড়ার ন্যায় গল গল শব্দে নির্গত হয়। হলুদ বর্ণের মল। মলত্যাগের পূর্বে পেটে অত্যন্ত গড় গড় শব্দ হয়।
5. মাসিক ¯্রাবঃ কষ্টকর ঋতু, ¯্রাবের সহিত যন্ত্রণা বৃদ্ধি পায়। ¯্রাবের পূর্বে মাথা ব্যথা, দন্তশূল, প্রসব ব্যথার মত ব্যথা। ¯্রাবের সহিত অকারণ ক্রন্দন, জরায়ূ বাহির হইয়া পড়ে। ঋতু¯্রাব শেষ হইবার মুখে বাম ডিম্বকোষে ব্যথা বা জ্বালা। ¯্রাব অল্প, মাত্র ১ দিন স্থায়ী হয় কিম্বা প্রচুর, ¯্রাবের স্বল্পতা থুজার পরিচয় হইলেও তাহার চরিত্রগত লক্ষণ সমষ্টিই আসল কথা।
6. গর্ভস্থ শিশুর নড়াচড়া অত্যন্ত যন্ত্রণাদায়ক, স্ত্রী জননেন্দ্রিয় এত স্পর্শকাতর যে সহবাস সহ্য করিতে পারে না, প্রসবের পর মানসিক অবসাদ, তৃতীয় মাসে গর্ভ¯্রাব, শ্বেত প্রদর, সবুজ প্রদর।

7. পূংজননেন্দ্রিয়:- অতি যৌন ইচ্ছা, পুরুষাঙ্গ শক্ত ও বেদনাযুক্ত, বীর্য দূর্গন্ধ যুক্ত, অতিরিক্ত স্বপ্নদোষ, হস্তমৈথুনের প্রবৃত্তি এত বেশী যে নিদ্রাকালেও নিবৃত্তি নেই। পুরুষাঙ্গ রাতে বা সারাক্ষণ বেদনাযুক্ত হইয়া খাড়া হইয়া থাকে।
8. মূত্র:- প্র¯্রাবের শেষ ভাগে জ্বালা, বহুমূত্র, রক্ত প্র¯্রাব, প্র¯্রাবের সহিত চিনি দেখা দেয়। মূত্ররোধ, মূত্রাশয়ের পক্ষাঘাত, মূত্রস্বল্পতা। প্র¯্রাব সহজে নির্গত হইতে চায় না। প্র¯্রাব পাইলে বিলম্ব করিতে পারে না, প্র¯্রাবদ্বার ফুলিয়া উঠে।
9. শীততাপ:- অত্যন্ত শীতকাতর, ডা. গিবসন মিলারের মতে তৃতীয় শ্রেণীর গরমকাতর।
10. সামান্য একটু ঠান্ডায় মাথা পর্যন্ত আবৃত রাখিতে চায়, কিন্তু রোদ সহ্য হয় না এবং গ্রীষ্মকালের গরম সহ্য হয় না, থুজার অন্যতম বিশিষ্ট পরিচয় বর্ষায় বৃদ্ধি, থুজার চর্মরোগও প্রতি বর্ষায় বৃদ্ধি পায়।

11. শ্বাসযন্ত্র: হাঁপানী রাতে বৃদ্ধি পায়, শিশুদের হাঁপানী। কুচিকিৎসিত নিউমোনিয়া, কাশি শুয়ে থাকিলে কম বিশেষতঃ ডান দিকে শুইলে। কাশির সহিত অসাড়ে প্র¯্রাব, প্রাতঃকালে ঘুম ভাঙ্গিয়া উর্ঠিবার পর কাশি, সন্ধ্যাকালে শয্যা গ্রহণ করিবার পর কাশি।
12. আঁচিল:- শরীরের বিভিন্ন স্থানে আঁচিল প্রকাশ পাইতে পারে, বিভিন্ন প্রকারের আঁচিল, চোখে অঞ্জনি, নাকে পলিপাস, বা এক প্রকার অর্বুদ পলিপাস হইতে রক্ত¯্রাব, আঁচিল হইতে রক্ত¯্রাব ও রক্তক্ষরণ।
13. রোগী বাম পাশে শুইতে পারে না, ঘুম হয় না, পালপিটেশন বাড়ে, মৃত ব্যক্তির স্বপ্ন, উড়িয়া যাইবার বা পড়িয়া যাইবার স্বপ্ন।
14. স্বপ্ন বহুল নিদ্রা থুজার একটি বিশিষ্ট পরিচয়।

15. খাদ্যের ইচ্ছা:- ঠান্ডা খাদ্য ও পানীয় পছন্দ। খাদ্যের ইচ্ছা পরিবর্তনশীল, কোন সময় খাদ্যের প্রবল ইচ্ছা হয় আবার খাদ্যের ইচ্ছার অভাবও দেখা দেয়, লবন ও লবণাক্ত খাদ্যে প্রবল ইচ্ছা।
16. অপছন্দ:- মাংস, দুধ, গোল আলু ( তবে কোন কোন রোগী আলু, ঝাল, তিতা ভালোবাসে)।
17. অসহ্য:- চা, পেয়াজ, রসুন, টক।
18. পিপাসা:- পিপাসার অভাব, বা অল্প পিপাসা কিংবা রাত্রে প্রবল পিপাসা, পানি পান করার সময় গলার মধ্যে ঢক্ ঢক্ শব্দ হয়।

আরও পড়ুন

তাড়াইল বন্ধু মেডিকেল হল: রাতদিন ২৪ ঘণ্টার সেবায় মানুষের পাশে

তাড়াইল বন্ধু মেডিকেল হল: রাতদিন ২৪ ঘণ্টার সেবায় মানুষের পাশে

বিশেষ লক্ষণ:


1. নখগুলো ভঙ্গুর, বিকৃত, গুড়া হইয়া ভাঙ্গিয়া পড়ে। গঠন বিশ্রি হয়, কোমল আঁচিল, কন্ডাইলোমেটা রক্তস্রাবী ছত্রাক জাতীয় উপমাংস, জড়–ল।
2. গোলাকার দাগ বিশিষ্ট দাদ, দেহের ঢাকা স্থানে উদ্ভেদ, চুলকাইলে বৃদ্ধি।
3. জ্বর দিন বা রাত্রি ১০টায় বৃদ্ধি পায়। অমাবশ্যা ও পূর্ণিমায় বৃদ্ধি।

4. চর্মরোগ চাপা দিবার ফলে ¯œায়ুশুল। চর্মরোগ ঠান্ডা পানিতে বৃদ্ধি পায়।
বৃদ্ধি:- রাত্রিকালে, শয্যার উত্তাপে, রাত্রি ৩টা ও বেলা ৩টা, ঠান্ডা আদ্র বায়ূতে, বর্ষাকালে মাদক দ্রব্যে।


হ্রাস:- হাত পা গুটায়ে রাখিলে।


থুজা এবং টীকা:- বর্তমান সময়ে আমাদের দেশে কলেরা, বসন্ত, পলিও, হাম, টিবি, ডিপথেরিয়া, টাইফয়েড, টিটেনাস, হেপাটাইটিস, এইডস, ক্যান্সার সহ বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধকল্পে টীকা দেওয়া হয়। এই টীকা থেকে সাইকোসিস সদৃশ অবস্থা সৃষ্টি হইয়া থাকে। ডা. কেন্ট, হেরিং, এলেন তারা সবাই একমত যে বিভিন্ন প্রকার টীকা গ্রহণের ফলে সাইকোসিসের সমতুল্য একটি দোষ দেহমধ্যে প্রবিষ্ট হইয়া থাকে। ডা. বার্ণেট টীকা গ্রহণের কারণে ভ্যাকসিনোসিস নামে সাইকোসিস জাতীয় একটি পৃথক দোষের সৃষ্টি হইয়া থাকে বলে মত প্রকাশ করেন। 


বিভিন্ন ধরণের টীকা গ্রহণের ফলে শরীর যখন ভ্যাকসিনোসিস দোষে দুষিত হইয়া উঠে এবং তাদের টীকার বিষক্রিয়ায় নানা প্রকার রোগ দেখা দেয় তখন থুজার ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। বস্তুত থুজা টীকার তরুণ ও পুরাতন কুফল নষ্ট করতে অদ্বিতীয়। টীকা যতদিন পূর্বেই লওয়া হউকনা কেন তার কুফল যে বহুদিন ধরে শরীরে নানাবিধ উপসর্গের অবতারণা করে সে সম্বন্ধে কোন সন্দেহ নাই। মোটকথা চিকিৎসাধীন রোগীর জীবনে যদি বিভিন্ন জাতীয় টীকা গ্রহণের ইতিহাস থাকে তাদের চিকিৎসা কালে থুজা প্রয়োগ না করলে নির্বাচিত ওষুধে সুন্দর কাজ বা প্রতিক্রিয়া শক্তি জাগায় না।


একক, অসাধারণ, বিরল, অদ্ভূত লক্ষণ:- 

⁠⁠⁠⁠⁠⁠⁠
১. গোপনপ্রিয়তা- বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ।
২. পিপাসার অভাব বা স্বল্প পিপাসা অথবা রাতে প্রবল পিপাসা, পানি পান কালে গলার মধ্যে ঢক্ ঢক্ শব্দ করে- বিরল লক্ষণ।
৩. ঘামে মিষ্টি গন্ধ- বিরল লক্ষণ। (মার্কসল, পালস, ক্যালাডি)
৪. পুরুষাঙ্গ রাত্রে বা সর্বক্ষণ বেদনাযুক্ত হইয়া খাড়া হইয়া থাকে-একক লক্ষণ।
৫. মল নির্গমনের সময় নাক দিয়ে সর্দি ¯্রাব নিঃসৃত হয়।-বিরল ও অদ্ভূত লক্ষণ (ডা. জজ ভিথুলকাস)।
৬. ফুলকপির ন্যায় উপমাংস-থুজা, একক লক্ষণ।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

টিকার কুফল ও সাইকোসিস নিরাময়ে হোমিওপ্যাথির অতুলনীয় ওষুধ

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

উপযোগীতা:- হাইড্রোজেনোয়েড ধাতু বিশিষ্ট লোকদিগের পক্ষে উপযোগী। অবরুদ্ধ প্রমেহজনিত রোগে বিশেষ ভাবে উপযোগী।


কারণ:- যে সকল রোগীর ব্যক্তিগত ইতহাসে নি¤œরূপ ঘটনার সন্ধান পাওয়া যায় সেইখানে থুজার ব্যবহার অগ্রগন্য।


1. টাকা দেওয়ার মন্দ ফল, টিকা দেয়ার পরবর্তী পীড়া, বস্তুতঃ থুজা টীকার তরুন ও পুরাতন কুফল নষ্ট করিতে অদ্বিতীয়। মোট কথা- চিকিৎসাধীন রোগীর

জীবনে যদি বিভিন্ন জাতীয় টিকা গ্রহণের ইতিহাস থাকে (বিশেষতঃ যাদের টীকা বেশির ভাগ সময়েই উঠে নাই) তাদের চিকিৎসা কালে থুজা প্রয়োগ না করিলে নির্বাচিত ওষুধে সুন্দর কাজ বা প্রতিক্রিয়া শক্তি জাগায় ন।


2. ইনজেকশন দ্বারা গনোরিয়া রোগ চাপা দান এবং তার কুফল হিসেবে।


3. আঁচিলের উপর অন্যায় অত্যাচারের কুফল।


4. অতিরিক্ত ইন্দ্রিয়পরায়নতার কুফল।


5. কফি, বিয়ার, মিষ্টি, তামাক, রসুন, পেয়াজ, চর্বিযুক্ত মাংস, মার্কারী অপব্যবহারের মন্দফল।


6. যে স্থলে রোগের তলদেশে সাইকোসিস দোষ থাকে সে স্থলে থুজা ঐ বিশেষ কার্যক্ষেত্রে প্রবেশ করে এবং রোগটিকে নির্মূল করে। -ডা. কেন্ট


7. উৎ. ঈষধৎশব থুজার ব্যাপক ব্যবহার সম্পর্কে বলেছেন- চবড়ঢ়ষব ধৎব ধষষ াধপপরহঃবফ ধহফ ফৎরহশ ঃবধ ধহফ ঞযঁলধ রং ঃযব