তাড়াইল, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবস্থিত 'তাড়াইল বন্ধু মেডিকেল হল' গত কয়েক বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত। রাতদিন ২৪ ঘন্টা খোলা থাকা এই ফার্মেসিটি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আশীর্বাদের মতো।
তাড়াইল পুরাতন বাসস্ট্যান্ডের মো. নুরুজ্জামান খান বলেন, "রাতে পরিবারের জন্য ওষুধের প্রয়োজন হলে অনেক জায়গা ঘুরে দোকান খোলা না পেয়ে অবশেষে বন্ধু মেডিকেল হল থেকে ওষুধ কিনে বাড়ি ফিরেছি।"
ন্যশনাল লাইফ ইনস্যুরেন্সের সুলতান মুহাম্মাদ নাসির উদ্দিন বলেন, "রাতের একটি নির্দ্দিষ্ট সময়ের পরে উপজেলা সদর বাজারের ওষুধের সব দোকানই বন্ধ হয়ে যায়। আর জরুরী প্রয়োজনে বাড়তি সেবা দিতে রাত-দিন ২৪ ঘন্টাই খোলা থাকে তাড়াইল বন্ধু মেডিকেল হল।"
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসাইন বলেন, "ওষুধ হলো জরুরি জিনিস। এটা যেকোনো সময় যে কারোরই লাগতে পারে।"
তিনি আরও বলেন, "পৃথিবীর প্রায় সব দেশে ২৪ ঘণ্টা ওষুধের দোকান খোলা থাকে। তাড়াইল বন্ধু মেডিকেল হল ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত সঠিক।"
জরুরী প্রয়োজনে রাতেও ওষুধ পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব ওষুধ সাপ্লাই নাই, সেগুলো বন্ধু মেডিকেল থেকে জনগণ স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারে।
হাওরাঞ্চলের ইটনা, পাশের উপজেলা করিমগঞ্জ, নান্দাইল ও কেন্দুয়া থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা সহজেই ওষুধ পেয়ে যায়।
মন্তব্য করার জন্য লগইন করুন!