সোমবার সন্ধায় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। অবৈধ ৬ ইটভাটা হল মেসার্স নিউ সরকার ব্রিকস, মেসার্স নিউ রমিজ ব্রিকস, মেসার্স হক ব্রিকস, মেসার্স বাটা ব্রিকস, মেসার্স বিএন্ডবি ব্রিকস এবং মেসার্স রান ব্রিকস।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ ডিসেম্বর অবৈধ ৬ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ৪ লাখ টাকা করে জরিমানা আদায় এবং ভাটাগুলো সম্পূর্ণরুপে বন্ধ ঘোষণা করা হয়। এই নির্দেশ অমান্য করে ভাটাগুলোর কার্যক্রম পূনরায় শুরু করায় গত ৯ জানুয়ারী এবং ৩ ফেব্রæয়ারি অভিযান চালিয়ে ইটভাটার চিমনী গুড়িয়ে দিয়ে কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ করে দেওয়া হয়। ভাটা মালিকরা আইনের তোয়াক্কা না করে ড্রাম চিমনীর মাধ্যমে ভাটার কার্যক্রম চালু রাখে।
আইন অমান্য করায় সোমবার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন ) আইন ২০১৯ অনুসারে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর জানান, ইটভাটাগুলোর বিরুদ্ধে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা এবং চিমনী ভেঙে দেওয়াসহ ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও আইনের তোয়াক্কা না করে উদ্যোক্তারা ভাটার কার্যক্রম চালু রাখে।
মন্তব্য করার জন্য লগইন করুন!