আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়।
ফলে এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। রায় অনুযায়ী টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু খালাস পাওয়ায় মির্জাপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ডে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে মির্জাপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করার জন্য লগইন করুন!