রংপুরের পীরগঞ্জে বুকের ওমে ছানাদের জড়িয়ে রোদ পোহাচ্ছে মুরগি। ১১ জানুয়ারি।
পাবনার পদ্মা ঘাটে সূর্যের আলোয় ঝিলমিল করে উঠছে নদীর স্বচ্ছ পানি। ১১ জানুয়ারি।
রাজবাড়ীর গোয়ালন্দে হাজারি বড়শিতে ধরা পড়া ১৬ কেজি ওজনের পদ্মা নদীর বোয়াল মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ১১ জানুয়ারি।
রংপুরের মিঠাপুকুরে এক কৃষক গরু দিয়ে জমিতে মই দিচ্ছেন। জমি প্রস্তুত হলে সেখানে মরিচের চারা রোপণ করবেন। ১১ জানুয়ারি।
কুষ্টিয়ার দৌলতপুরের পাককোলায় যান্ত্রিক পরিবহনের ভিড়েও রমজান গায়েন এখনো মহিষের গাড়ি চালিয়ে সংসার চালাচ্ছেন। ১১ জানুয়ারি।
শীতের শুষ্ক আবহাওয়ায় বাতাসে দূষণ ও ধুলার পরিমাণ বেড়ে যাওয়ায় মানুষ এখন বেশি করে মাস্ক ব্যবহার করছেন। খুলনার ফুলবাড়ী গেটে সড়কের ধারে বিক্রি হচ্ছে নানা ধরনের মাস্ক। ১১ জানুয়ারি।
রাঙামাটির শশী দেওয়ানপাড়া থেকে পাহাড়ি গ্রামগুলোতে সংগ্রহ করা কলা নৌপথে বিক্রির জন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে। ১১ জানুয়ারি।
রাঙামাটির দীঘলি বাঁকে তীব্র ঠান্ডায় গাছের ডালে জবুথবু হয়ে বসে আছে একটি কানাকুয়া পাখি, যা কানা কুবা নামেও পরিচিত। ১১ জানুয়ারি।
বগুড়ার গাবতলী উপজেলার বিল সরলিয়ায় খেতে চাষাবাদে ব্যস্ত কিষান-কিষানি, আর তাদের পাশে দুরন্তপনায় মেতে উঠেছে এক শিশু। ১১ জানুয়ারি।
রাজবাড়ীর শ্রীপুর বাস টার্মিনালে নতুন বাস তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। ১১ জানুয়ারি।
মন্তব্য করার জন্য লগইন করুন!