দেশের রেস্তোরাঁ খাতকে রক্ষা করার জন্য সকলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। তাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী ২০ মার্চ (বুধবার) সারাদেশে মানববন্ধন করবেন তারা।
সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান। সম্প্রতি বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর সরকারি বিভিন্ন সংস্থার অভিযানকে নৈরাজ্য আখ্যা দিয়ে এর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এরপরও সমস্যার সমাধান না হলে প্রতীকী হিসেবে ১ দিনের জন্য সারাদেশে সব রেস্তোরাঁ বন্ধের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে পরবর্তীতে পর্যায়ক্রমে অনির্দিষ্টকালের জন্য সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে।
রেস্তোরাঁয় অভিযানের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়ন করা, সরকারি সকল সংস্থার সমন্বিত অভিযান পরিচালনা করা এবং হয়রানি বন্ধ করা
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবদুল জব্বার খান, সাধারণ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম এবং প্রচার সম্পাদক মো. মহিবুল ইসলাম
মন্তব্য করার জন্য লগইন করুন!