ভারতে কৃত্রিম উপগ্রহভিত্তিক (স্যাটেলাইট) তরঙ্গ বরাদ্দ নিয়ে চলছে বড় বিতর্ক। দেশের শীর্ষ টেলিকম কোম্পানিগুলো নিলামের মাধ্যমে তরঙ্গ বণ্টনের পক্ষে, আর অন্যদিকে ইলন মাস্কের স্টারলিংক ও কুইপারের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরাসরি প্রশাসনিকভাবে তরঙ্গ বরাদ্দ চায়। এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে রয়েছেন বিশ্বের দুই শীর্ষ ধনী, মুকেশ আম্বানি ও ইলন মাস্ক।
মঙ্গলবার ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের মঞ্চে এ দ্বন্দ্ব আরও প্রকাশ্য হয়। ভারতী এয়ারটেলের প্রধান সুনীল ভারতী মিত্তাল তরঙ্গ নিলামের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াতে লাইসেন্স ফি চালুর পক্ষে মত দেন। অন্যদিকে, ইলন মাস্ক এক্সে (পূর্বে টুইটার) প্রশ্ন তোলেন, ভারতে তাঁর স্টারলিংক পরিষেবা দিতে গিয়ে কি সমস্যায় পড়বে?
ভারতের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এ প্রসঙ্গে জানান, সারা বিশ্বের মতো ভারতেও প্রশাসনিকভাবে তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। তবে টেলি নিয়ন্ত্রক সংস্থা ট্রাই তরঙ্গের দর ও ফর্মুলা নির্ধারণ করবে। সিন্ধিয়া আরও বলেন, নিলামের মাধ্যমে তরঙ্গ বরাদ্দ দেওয়া হলে তা আন্তর্জাতিক রীতির পরিপন্থী হবে।
ইলন মাস্ক এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, স্টারলিংক ভারতের জনগণকে পরিষেবা দিতে আগ্রহী। এর আগে রিলায়েন্স তরঙ্গ বরাদ্দের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানায় এবং সরকারকে পুনরায় প্রক্রিয়াটি শুরু করার আহ্বান জানায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের সুরক্ষা ও উন্নত প্রযুক্তি ব্যবহারে নীতি কাঠামো তৈরির উপর জোর দেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, টেলিকম মন্ত্রীর মন্তব্যে ইলন মাস্কের প্রশ্নের স্পষ্ট উত্তর মিলেছে, তবে এই বিতর্কের ভবিষ্যৎ গতি কোন দিকে যায় তা এখনও দেখার অপেক্ষা।
মন্তব্য করার জন্য লগইন করুন!