BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
বাংলাদেশের শিল্প খাতের অন্যতম পরম বন্ধু কোরিয়ান ব্যবসায়ী কিহাক সাং পেলেন সম্মানসূচক নাগরিকত্ব। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনে তাঁর হাতে এই সম্মান তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।চেয়ারম্যান কিহাক সাং শুধু একজন বিনিয়োগকারী নন, আশির দশকে যখন বাংলাদেশের পোশাকশিল্পের সূচনা হয়, তখন থেকেই তিনি ছিলেন এই খাতের নিরব সাহসী সঙ্গী। তাঁর প্রতিষ্ঠিত ইয়াংওয়ান করপোরেশন আজ দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। হাজার হাজার মানুষকে কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশের বৈদেশিক আয়ে তিনি রেখেছেন অনন্য অবদান।‘মোহাম্মদ আলীর মতোই সম্মান’এটি সেই সম্মান যা ১৯৭৮ সালে পেয়েছিলেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। যুদ্ধবিরোধী অবস্থানে দাঁড়িয়ে আমেরিকান সরকারের সঙ্গে বিরোধে জড়ানো আলী বলেছিলেন, ‘যদি আমেরিকা থেকে বের করে দেয়, আশ্রয় নেওয়ার মতো একটা দেশ আমার আছে।’ আজ কিহাক সাংকে সেই সম্মান দিয়ে বাংলাদেশ আবারও প্রমাণ করল—এই দেশ কৃতজ্ঞতাবোধে অনন্য।