BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আইসিসিআর স্কলারশিপ স্কিমের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভারতে উচ্চশিক্ষা লাভের সুযোগ পেতে পারেন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা। এই স্কলারশিপের আওতায় সুবর্ণজয়ন্তী স্কলারশিপ এবং লতা মঙ্গেশকর নাচ ও সঙ্গীত স্কলারশিপের অধীনে আবেদন করতে পারবেন।কোন কোন বিষয়ে আবেদন করা যাবে: স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডিকোন কোন বিষয়ে আবেদন করা যাবে না: মেডিসিন, প্যারামেডিকেল (নার্সিং/ফিজিওথেরাপি, এনাস্থেসিয়া),ফ্যাশন, আইন, সমন্বিত কোর্সআবেদনকারীদের https://www.sjsdhaka.gov.in-এ লগ ইন করে আলাদা লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদন পোর্টাল উন্মুক্ত থাকবে ২০ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৪।ICCR স্কলারশিপ স্কিমের বিস্তারিত নির্দেশিকা https://www.sjsdhaka.gov.in অথবা https://a2ascholarships.iccr.gov.in-এ পাওয়া যাবে।HCI ওয়েবসাইট (https://www.hcidhaka.gov.in) অথবা দূতাবাসের ফেসবুক পৃষ্ঠায় (IndiaInBangladesh) লগ ইন করতে পারেন।শিক্ষা শাখা, ভারতীয় হাই কমিশন, প্লট নং ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা-১২১২-এই ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারেন।যোগাযোগের তথ্য:ফোন: +880 2 882 4422, ইমেইল: [ইমেল আইডি সরানো হয়েছে]এই সুযোগটি কাজে লাগিয়ে ভারতে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করুন!